তেলাপিয়ার নার্সারি পুকুর প্রস্তুতি

  • পুকুর নির্বাচনের পূর্বে লক্ষ্য করতে হবে যেন পুকুরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা থাকে ।

  • নির্বাচিত পুকুরটি পানি শূন্য করে অন্ততঃ এমন কয় দিন রাখতে হবে পুকুরের তলদেশের মাটি ফেঁটে যায়। প্রয়োজন হলে পুকুর থেকে কাঁদা সরিয়ে ফেলতে হবে।

  • এরপর নার্সারি পুকুরের চতুর পাশে জাল দিয়ে বেড়া দিতে হবে যেন সাপ বা ব্যাঙ প্রবেশ করতে না পারে।

  • পানি শুন্য পুকুরের মাটি আঁচড়ে প্রতি শতাংশে ১..৫ ২ কেজি চুন প্রয়োগ করতে হবে।

  • চুন দেওয়ার ২-৩ দিন পর পুকুরে ২ থেকে ৩ ফিট পানি দিকে হবে।

  • ৪-৫ দিন পর সুমিথিয়ন দিতে হবে।

  • সুমিথিয়ন দেওয়ার পর জাল অথবা হরা টেনে দিতে হবে ।

  • হরা টেনে দেওয়ার ১ দিন পর পোনা মজুদ করতে হবে।

  • প্রতি শতাংশে ২৫০০ থেকে ৩০০০ হাজার পোনা মজুদ করতে হবে ।

  • একতা সুপ্রিম তেলাপিয়ার সাথে যাতে দেশি জাতের তেলাপিয়ার মিশ্রন না ঘটে সেদিন বিশেষ রাখতে হবে।