মনোসেক্স তেলাপিয়া চাষের সুবিধা সমুহঃ

  • ইহা একটি উচ্চ ফলনশীল মাছ ।

  • মনোসেক্স তেলাপিয়া প্রতিকুল পরিবেশে বেচে থাকতে পারে এবং দৈহিক বৃদ্ধি সঠিক থাকে ।

  • কার্প জাতের মাছের সাথে মিশ্র চাষ করা যায় ।

  • মনোসেক্স তেলাপিয়া স্থায়ী জাতের তেলাপিয়া চাইতে ৬০% উৎপাদন বেশী ।

  • সর্বভোজী বিধায় ইহার উৎপাদন খরচ কম ।

  • সম্ভব হলে পানির পিএইচ (৭.৫-৮.৫) দ্রবীভূত অক্সিজেন মাত্রা (৫-৭ পিপিএম বা নিযুতাংশ) মেপে দেখা ও নিয়মন্ত্রণে রাখা ইত্যাদি।

  • দ্রুত বর্ধনশীল বলে অল্প সময়ে বাজারজাত করা সম্ভব,

  • এই মাছ আন্তর্জাতিক বাজারেও প্রচুর চাহিদা ।

  • সব রকমের পুকুরে এই মাছ চাষ করা যায়।