মনোসেক্স তেলাপিয়া কি ?

গিফট একটি অধিক উৎপাদনশীল জাতের মাছ কিন্তু এই মাছ চাষের সবচেয়ে সমস্যা হলো এদের এনিয়ন্ত্রীত বংস বিস্তার । একটি প্রাপ্ত বয়স্ক স্ত্রী মাছ প্রতি ২০-৩০ দিন অন্তর ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করে থাকে। যার ফলে পুকুরে মাছ চাষের নিয়ন্ত্রন থাকেনা আশানুরুপ ফলন হয় নাহ, । অপরদিকে স্ত্রী জাতের ঊৎপাদনশীলতা পুরুষ জাতের চেয়ে ২০%-৩০% কম তাই পৃথিবীর বিভিন্ন দেশে মিক্সড সেক্স তেলাপিয়া চাষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এর ফলে পুকুরে অবাঞ্চিত পোনা উৎপাদন রোধ ও অধিক উৎপাদন সক্ষম হয় । এ প্রেক্ষিতে আমরা একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারী উন্নত জাতের সুপার তেলাপিয়া ব্রড মাছের প্রজননের মাধ্যমে উৎপাদিত পোনাকে হরমোন ট্রিটমেন্ট দ্বারা (৯৮%-১০০%) সব পুরুষ জাতের মনোসেক্স তেলাপিয়া পোনা উৎপাদন করে থাকি । একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারীর মনোসেক্স পোনা ৩-৪ মাসে ৩০০-৩৫০ গ্রাম ওজন হয়ে থাকে ।