নার্সারি পুকুরে পোনার প্যাকেট পানিতে ছাড়ার পদ্ধতি

  • দ্রুত গাড়ী থেকে প্যাকেট গণনাপূর্বক নার্সারি পুকুরে ভাসিয়ে রাখতে হবে ।

  • প্রতিটি পুকুরের পানি রাতের বালায় অক্সিজেন সর্ট থাকে। সে ক্ষেত্রে মাছ মজুতের পূর্বেই অক্সিজেন ব্যবহার নিশ্চিত করতে হবে। প্যাকেট খুলে প্যাকেটের সম-পরিমান পানি ঢুকিয়ে(২-৩মিনিট) পর পানিতে ছাড়তে হবে। এভাবে করলে প্যকেটের পানি তাপমাত্রা ও পিএইচ ক্রমশঃ পুকুরের পানির তাপমাত্রা সমান হয়ে যায়।

  • নার্সারি পুকুরে পোনা ছাড়ার ২৪ ঘন্টার মধ্যে কোন প্রকার খাবার দেওয়া যাবে না ।

  • (৫০-৬০ মিনিট) পর একটি প্যাকেট খুলে পুকুরের পানির তাপমাত্রা এ্যাডজাস্ট হয়েছে কিনা তা হাত দ্বারা পরীক্ষা করে নিতে হবে। যদি এ্যাডজাস্ট না হয়ে থাকে তাহলে আরও কিছুক্ষন ভাসিয়ে রাখতে হবে ।

  • আকাশ মেঘলা বা বৃষ্টি হলে অক্সিজেন সর্ট থাকে। এমন সময় নার্সারি পুকুরে খাবার দেওয়া যাবে নাহ । আকাশ পরিবর্তন হলে পূণরায় খাবার দেওয়া যাবে।